X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

বগুড়ায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহত ৫

বগুড়া প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৪, ১৬:৫২আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ২১:৪৮

বগুড়ায় আন্দোলনকারীদের সঙ্গে দিনভর পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। রবিবার (৪ আগস্ট) সংঘর্ষের সময় গুলিতে সদরে চার জন এবং দুপচাঁচিয়া উপজেলায় একজন নিহত হয়েছেন। এ ছাড়া বিভিন্ন স্থানে দুই শতাধিক পুলিশ ও আন্দোলনকারী আহত হন।

নিহতরা হলেন– বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামের শামসুল ইসলামের ছেলে ও নওগাঁর বদলগাছীর বঙ্গবন্ধু সরকারি কলেজের সম্মান পঞ্চম বর্ষের ছাত্র মনিরুল ইসলাম মনির (২২); গাবতলীর জিল্লুর রহমান (৪৫), সদর উপজেলার ইসলামপুর জায়গড়ি এলাকার শিক্ষক সেলিম রেজা (৪৫)। অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি। একজন শহরের সাতমাথায় ডাকবাংলোর সামনে, একজন ৩ নম্বর রেল গুমতির কাছে, একজন শহরের অন্যত্র এবং অপরজন দুপচাঁচিয়ায় নিহত হয়েছেন।

বগুড়া শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আবদুল ওয়াদুদ জানান, গুলিতে নিহত তিন জনের মরদেহ মর্গে রয়েছে। হাসপাতালে ২২ জন ভর্তি হয়েছেন। ধারণা করা হচ্ছে, গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল জানান, সেখানে দুজন ভর্তি হয়েছেন।

কাহালুর বীরকেদার ইউনিয়নের চেয়ারম্যান সেলিম হোসেন জানান, দুপচাঁচিয়ায় পুলিশের গুলিতে তার এলাকার কলেজছাত্র মনিরুল ইসলাম মনির নিহত হয়েছেন। তার লাশ নিয়ে মিছিল শেষে দাফনের জন্য বাড়িতে আনা হয়েছে। লাশ পুলিশকে দেওয়া হয়নি।

সংঘর্ষের সময় শহরের সাতমাথায় জেলা আওয়ামী লীগ ও ছাত্র ইউনিয়ন এবং বিটিসিএল কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর এবং আগুন দেওয়া হয়। শহরের বড়গোলা এলাকায় সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে কয়েক দফা হামলার পর আগুন দেওয়া হয়। দরজা ভেঙে ফেলার পর অফিস থেকে মূল্যবান কাগজপত্র ও আসবাবপত্র রাস্তায় এনে আগুন জ্বালিয়ে দেয়। আসবাবপত্র ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।

এ প্রতিবেদন পাঠানোর সময় ভূমি অফিস থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছিল। হামলাকারীরা একই এলাকায় সিটি ব্যাংকে ব্যাপক ভাঙচুর চালায়। তারা আশপাশের বিভিন্ন অফিসে ঢিল ছুড়ে কাচ ভেঙে ফেলে। সাইনবোর্ড ও সিসি ক্যামেরা ভেঙে ফেলা হয়। দত্তবাড়ি এলাকায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর, আসবাবপত্র বাইরে এনে অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল থেকে আন্দোলনকারীরা জেলার বিভিন্ন উপজেলার প্রায় প্রতিটি পাড়া-মহল্লায় অবস্থান নেন। তারা গুরুত্বপূর্ণ সড়কগুলোতে গাছের গুঁড়ি, ইট, টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। তারা হ্যান্ডমাইকে প্রতিটি বাড়ি থেকে সবাইকে লাঠিসোঁটা নিয়ে বের হতে আহ্বান জানান। এদিন সকাল সাড়ে ১০টার দিকে শহরের সাতমাথা, দত্তবাড়ি, বড়গোলা ও থানা মোড় এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন।

সকাল ১১টার দিকে আন্দোলনকারীরা শহরের জিরো পয়েন্ট সাতমাথায় এলে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। আন্দোলনকারীদের ধাওয়ায় ক্ষমতাসীনরা পিছু হটে। পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে সাতমাথা ত্যাগ করেন।

অন্যদিকে আন্দোলন চলাকালে শহর ও শহরতলি এবং বিভিন্ন উপজেলায় দোকানপাট বন্ধ ছিল। অফিস আদালত খোলা হয়নি। প্রতিটি সড়কে গাছের গুঁড়ি, ইট ও অন্যান্য জিনিসপত্র দিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। লাঠিসোঁটা হাতে মোড়ে মোড়ে অবস্থান নেওয়া নারী ও পুরুষরা ছোট যানবাহনগুলো বের হলে তাড়িয়ে দেন। আন্তজেলা ও দূরপাল্লার কোনও যানবাহন চলাচল করেনি। জরুরি প্রয়োজনে বের হওয়া নারী ও পুরুষকে হেঁটেই গন্তব্যে যেতে হয়।

বগুড়ার পুলিশ সুপার (এসপি) জাকির হাসান সদর ও দুপচাঁচিয়া থানায় হামলার কথা নিশ্চিত করেন। তবে তিনি তাৎক্ষণিকভাবে হতাহতের ব্যাপারে কিছু বলতে পারেননি।

/কেএইচটি/এমওএফ/এমএএ/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি জাফর 
স্লোগানে স্লোগানে উত্তাল সমাবেশস্থল
বাসে উঠতে গিয়ে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেলো দুজনের
সর্বশেষ খবর
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের