সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে দেশের তিন জেলায় ছয় জন নিহত হয়েছেন। এছাড়া মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল থেকে রাত পর্যন্ত চলা দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন কয়েকশ আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মী।
এরমধ্যে রাজধানীর সায়েন্সল্যাবে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে ঢাকা কলেজের সামনে নিহত হয়েছেন ছাত্রলীগকর্মী সবুজ আলী। তিনিসহ নিহতদের স্মরণে গায়েবানা জানাজা পড়বে আওয়ামী লীগ।
বুধবার (১৭ জুলাই) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আজ বুধবার বিকাল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ের বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল (মঙ্গলবার) বিএনপি-জামাতের সশস্ত্র ক্যাডারদের হামলায় নিহত ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ আলীসহ নিহতদের স্মরণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।