কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও সরকার সমর্থকদের দিনভর সংঘর্ষে সাংবাদিক, শিক্ষার্থী ও পথচারীসহ আহতদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৫ জন। যাদের বেশির ভাগই গুলিবিদ্ধ।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত ৩৫ জন ঢামেকে চিকিৎসার জন্য গিয়েছেন বলে জানান সংশ্লিষ্টরা।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, রাজধানীর যাত্রাবাড়ী, বাড্ডা, উত্তরা, শনির আখড়া, সায়েন্স ল্যাব ও রামপুরাসহ বিভিন্ন এলাকা থেকে আহত হয়ে হাসপাতালে গিয়েছেন তারা।
আহত ব্যক্তিরা হলেন একাত্তর টিভির সাংবাদিক নাদিয়া শারমিন (৩৫) ও ক্যামেরামেন রাশেদুল হাসান (৩৫), রিপন (২৫), মইনুল (১৮), ফজলুল হক (৫০), তামিম (১৭), পারভিন (৩০), রিয়াদ সিকদার (২৪), রাকিব (৩০), উজ্জ্বল (৩২), সৌমিক (১৮), সিয়াম (১৮), কবির (২২), আবির (২০), মহসিন (২২), ফাহাদ (২২), জামিয়া (২২), রেজাউল (২৩), আনোয়ার (৪০), জোনায়েদ (২০), ইসমাঈল (৪৬), ইমরান (১৮), মোজাম্মেল (২৫), হাসিবুর (২৩), মতিঝিল মডেল স্কুলের শিক্ষার্থী অর্ণব (১৮) ও মামুনসহ (২০) ৩৫ জন।
আহত ব্যক্তিদের মধ্যে চার জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তারা হলেন ফজলুল হক মিলন (৫৫), তাহসিন (২৪), মোজাম্মেল (২৫) ও মুহিদুল (২৩)।