X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

নড়াইলবাসীকে মাশরাফির ধন্যবাদ

নড়াইল প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৪, ১৮:০৬আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১৮:২৯

বিপুল ভোটে দ্বিতীয়বারের মতো নড়াইল-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নড়াইলবাসীকে ধন্যবাদ জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। তিনি বলেন, ‘বিগত নির্বাচনে নড়াইলের লোকজন আমাকে যেভাবে গ্রহণ করেছিলেন, এবারও সেভাবে গ্রহণ করেছেন বলে আমি মনে করি। প্রিয় জন্মভূমি নড়াইলের জন্য আমার অনেক প্ল্যান আছে। আল্লাহ বাঁচিয়ে রাখলে, সুস্থ রাখলে সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা করবো। বিগত দিনগুলোতে যেভাবে এলাকার মানুষের পাশে ছিলাম, আগামীতেও সেভাবে থাকার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর রোববার (৭ জানুয়ারি) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মাশরাফি।

তিনি  বলেন, আমার সব সময় একটাই ভাবনা, তরুণ প্রজন্ম ভালো থাকুক। নতুন প্রজন্মের জন্য কিছু একটা করা দরকার। তরুণরা কর্মমুখী থাকলে পরিবারের অন্য সদস্যরা ভালো থাকবেন। জন্মভূমিকে ভালোবাসি বলেই যেখানে যত ব্যস্ততায়ই থাকি না কেন, সুযোগ পেলে নড়াইলে ছুটি আসি। এ জেলার কথা বিভিন্ন মহলে তুলে ধরি।’

রবিবার রাতে ছুটে যান লোহাগড়ায়। সেখানে তিনি দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময়কালে বলেন, ‘আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তা কোনও দিন শোধ করার মতো নয়।’ পরে নড়াইলে এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান নারী নেত্রী রাবেয়া ইউসুফ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসমত আরা, গুলশান আরা।

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর খান মোহাম্মদ শাহাবুদ্দিনসহ কলেজের শিক্ষকরা সোমবার (৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে মাশরাফিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ফুলেল ভালোবাসায় সিক্ত হয়ে মাশরাফি বলেন, ‘আমি আপনাদেরই সন্তান।’

এদিকে মাশরাফি জয়লাভের পর তাকে স্বাগত জানিয়েছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সুধী মহল। নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস বলেন, ‘মাশরাফির প্রচেষ্টায় নড়াইলে আইটি পার্ক, ইঞ্জিনিয়ারিং কলেজ, নড়াইল সদর হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীতকরণ, নড়াইল শহরের ফোর লেন সড়ক, পাসপোর্ট অফিসের নিজস্ব নতুন ভবন, নার্সিং কলেজ, নড়াইল পৌরসভার নতুন ভবনসহ বিভিন্ন অবকাঠামো নির্মিত হয়েছে।এ ছাড়া নড়াইলে পাবলিক বিশ্ববিদ্যালয় ও ইকোনমিক জোন স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মাশরাফি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এ জেলায় উন্নয়নের ছোঁয়া আগের তুলনায় আরও অনেক বেশি হবে।’

জেলার লোহাগড়া উপজেলার আমাদা গ্রামের সমাজসেবক আবুল কাশেম খান বলেন, ‘মাশরাফি আমাদের সন্তান। দলমতের ঊর্ধ্বে তিনি একজন মহানুভব মানুষ। নড়াইল-লোহাগড়ার উন্নয়নের স্বার্থে স্বতঃস্ফূর্তভাবে তাকে আমরা ভোট দিয়ে জয়ী করেছি।’

এই গ্রামের সন্তান মেডিক্যাল ছাত্র ফাহিম শাহরিয়ার খান বলেন, ‘ঢাকা থেকে বাড়ি এসে নতুন প্রজন্মের আইকন মাশরাফি ভাইয়াকে ভোট দিয়েছি। মাদকমুক্ত পরিবেশে নতুন প্রজন্মকে কীভাবে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা যায় এটাই ভাইয়ার ভাবনা। যে কারণে আমরা নতুন প্রজন্ম তাকে (মাশরাফি) অনেক বড় জায়গায় দেখতে চাই। যাতে তিনি নড়াইলের জন্য আরও বেশি কিছু করতে পারেন।’

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর খান মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, ‘মাশরাফি আমার ছাত্র ছিল। ছোটকাল থেকেই সে নম্র-ভদ্র, সহজ-সরল স্বভাবের। সে একজন মানবিক এমপি। তার হাতের স্পর্শে নড়াইল নতুন নড়াইলে পরিণত হয়েছে। তার হাত দিয়ে নড়াইলে নতুন দিগন্ত উন্মোচিত হবে। সুন্দর এ জেলা আরও সুন্দর হবে, শ্রেষ্ঠতা অর্জন করবে। আমরা তাকে (মাশরাফি) আরও অনেক বড় জায়গায় দেখতে চাই।’

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে নৌকা প্রতীকে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা ১ লাখ ৮৯ হাজার ১০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

/কেএইচটি/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
ক্রিকেট বিশ্বকাপ নয়, অলিম্পিকে সোনা জেতা হবে বাংলাদেশের সেরা অর্জন: মাশরাফি
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড এখনও দেখেননি মাশরাফি!
‘ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে’
সর্বশেষ খবর
বেইজিং যাচ্ছেন পররাষ্ট্র সচিব
বেইজিং যাচ্ছেন পররাষ্ট্র সচিব
নদী রক্ষার যুদ্ধে আমরা জয়ী হবো: নৌপরিবহন প্রতিমন্ত্রী
নদী রক্ষার যুদ্ধে আমরা জয়ী হবো: নৌপরিবহন প্রতিমন্ত্রী
সেপটিক ট্যাংক নির্মাণ করতে গিয়ে প্রাণ গেলো ২ শ্রমিকের
সেপটিক ট্যাংক নির্মাণ করতে গিয়ে প্রাণ গেলো ২ শ্রমিকের
বিমান বাহিনীর নতুন প্রধান হাসান মাহমুদ খাঁন
বিমান বাহিনীর নতুন প্রধান হাসান মাহমুদ খাঁন
সর্বাধিক পঠিত
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
বেনজীরের বাঁচার উপায় কী
বেনজীরের বাঁচার উপায় কী
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান