ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন কোটা আন্দোলনকারীরা। তবে পুলিশের বাধায় তারা ছত্রভঙ্গ হয়ে যান তারা। বুধবার বিকালে তাদের ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান নিতে দেখা যায়। শেষ খবর পওয়া পর্যন্ত, সন্ধ্যা ৬টার দিকে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে।
এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও হল খালি করে দেওয়ার নির্দেশের পর অনেক শিক্ষার্থীকেই ব্যাগ নিয়ে ক্যাম্পাস ছাড়তে দেখা গেছে।
বুধবার (১৭ জুলাই) দুপুর ১টার পর থেকে ভিসি চত্বরে জড়ো হচ্ছিলেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশের পরও তারা হল ছাড়বেন না বলে জানান সেখানে। পুলিশ বা বিজিবি এসময় তাদের বাধা দেয়নি। তবে সতর্ক অবস্থায় থাকতে দেখা যায় তাদের।
পরে বিকাল ৪টার দিকে শিক্ষার্থীরা ভিসি চত্বরে কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের উদ্দেশে গায়েবানা জানাজা পড়েন। জানাজা শেষে তারা সমবেত হয়ে টিএসসির দিকে এগোনোর চেষ্টা করেন।
পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেখান সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।
কিছুক্ষণ পর আন্দোলনকারীরা আবার ভিসি চত্বরে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। এ সময় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।
এদিকে বিভিন্ন হল থেকে সাধারণ ছাত্রছাত্রীদের ব্যাগ নিয়ে বের হয়ে আসতে দেখা যায়। নিরাপত্তার কথা চিন্তা করে হল ছেড়ে দিচ্ছেন বলে জানান তাদের অনেকে।