X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৪, ১৭:৩৯আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৮:৩৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন কোটা আন্দোলনকারীরা। তবে পুলিশের বাধায় তারা ছত্রভঙ্গ হয়ে যান তারা। বুধবার বিকালে তাদের ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান নিতে দেখা যায়। শেষ খবর পওয়া পর্যন্ত, সন্ধ্যা ৬টার দিকে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। 

এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও হল খালি করে দেওয়ার নির্দেশের পর অনেক শিক্ষার্থীকেই ব্যাগ নিয়ে ক্যাম্পাস ছাড়তে দেখা গেছে। 

ভিসি চত্বরে জড়ো হন আন্দোলনকারীরা (ছবি: নাসিরুল ইসলাম)

বুধবার (১৭ জুলাই) দুপুর ১টার পর থেকে ভিসি চত্বরে জড়ো হচ্ছিলেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশের পরও তারা হল ছাড়বেন না বলে জানান সেখানে। পুলিশ বা বিজিবি এসময় তাদের বাধা দেয়নি। তবে সতর্ক অবস্থায় থাকতে দেখা যায় তাদের।

ভিসি চত্বরে র‌্যাবের অবস্থান (ছবি: নাসিরুল ইসলাম)

পরে বিকাল ৪টার দিকে শিক্ষার্থীরা ভিসি চত্বরে কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের উদ্দেশে গায়েবানা জানাজা পড়েন। জানাজা শেষে তারা সমবেত হয়ে টিএসসির দিকে এগোনোর চেষ্টা করেন। নীলক্ষেত মোড়ে লাঠি হাতে অবস্থান করতে দেখা যায় তরুণদের, তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ (ছবি: নাসিরুল ইসলাম)

পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেখান সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন। 

দুপুরে ঢাবির ভিসি চত্বরে জড়ো হন আন্দোলনকারীরা (ছবি: নাসিরুল ইসলাম)

কিছুক্ষণ পর আন্দোলনকারীরা আবার ভিসি চত্বরে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। এ সময় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

হল ছাড়ছেন শিক্ষার্থীরা (ছবি: আসাদ আবেদীন জয়)

এদিকে বিভিন্ন হল থেকে সাধারণ ছাত্রছাত্রীদের ব্যাগ নিয়ে বের হয়ে আসতে দেখা যায়। নিরাপত্তার কথা চিন্তা করে হল ছেড়ে দিচ্ছেন বলে জানান তাদের অনেকে। 

হল ছেড়ে যাচ্ছেন শিক্ষার্থীরা (ছবি: নাসিরুল ইসলাম)

 

/এএজে/কেএইচ/এফএস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
দেওয়ানগঞ্জে ডিবি পুলিশের ওপর হামলা করে দুই আসামি ছিনতাই
মগবাজারে হোটেলে একই পরিবারের তিন জনের মৃত্যু: কেয়ারটেকার গ্রেফতার
টিএসসির কোলাহলের পাশেই নিজ রিকশায় চিরনিদ্রায় চালক
সর্বশেষ খবর
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
চট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
‘শাটডাউন’ কর্মসূচির জেরচট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণে হামাসকে আহ্বান করলেন ট্রাম্প
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণে হামাসকে আহ্বান করলেন ট্রাম্প
পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর্মসূচি
পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর্মসূচি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন