X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

প্রত্যক্ষদর্শীদের মুখে ঘটনার বর্ণনা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ জুন ২০২২, ০৫:২১আপডেট : ০৫ জুন ২০২২, ১১:১৯

জালাল উদ্দীন (২০)। তিনি বিএম কনটেইনার ডিপোর গাড়ি চালক। আগুন লাগার সময় তিনি অফিসের সামনে ছিলেন। তিনি বলেন, ‘কনটেইনারে আগুন লাগার পর পরই একটি কনটেইনার থেকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। আমার শরীরে কী যেন এসে পড়ে। এতে পুড়ে যায় আমার বুক। এরপর আমাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসে।’

তার ছোট ভাই হেলাল উদ্দিন জানান, তিন বছর আগে তিনি চাকরিতে যোগদান করেন। চমকে হাসপাতাল সার্জারি বিভাগে তাকে ভর্তি দেওয়া হয়েছে।

তার মতো সার্জারি ওয়ার্ডে অন্তত ২৫ জন আহত ব্যক্তি ভর্তি হয়েছেন। একইভাবে চমেক হাসপাতালের বার্ন ইউনিটসহ বিভিন্ন ওয়ার্ডে শতাধিক আহত ভর্তি আছেন।

চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, চমেক হাসপাতালে শতাধিক আহত  ব্যক্তি ভর্তি হয়েছেন। তবে এখন পর্যন্ত কতজন ভর্তি আছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

তিনি জানান, এ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৭ জন মারা গেছে। এর মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার নাম মোমিনুল হক (২৫)। তিনি বাঁশখালী উপজেলার চনুয়া ইউনিয়নের ফরিদিল আলমের ছেলে।

এএসআই  জানান, পার্কভিউ হাসপাতালে ভর্তি আছেন ১৫ জন, আসিইউতে ২ জন, প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ৩০ জন, সেখানে একজন মারা গেছেন।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর বলেছেন, চমেক হাসপাতালে আইসিইউ সংকট দেখা দিলে জেনারেল হাসপাতালে গুরুতর রোগীদের ভর্তি করা হবে।

সুমন আহমেদ নামে আহত আরেক ব্যক্তি জানান, তিনি ওই প্রতিষ্ঠানে দৈনিক বেতনে কর্মরত।

প্রথমে একটি কনটেইনারে আগুন লাগে। সে আগুন ছড়িয়ে পড়ে। এক সময় কনটেইনার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে অনেক মানুষ আহত হন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক জানান, আহতদের চিকিৎসায় সার্বক্ষণিক চিকিৎসক, নার্স আছেন। আহতদের যার যেভাবে চিকিৎসার প্রয়োজন তা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় তৌহিদুল হাসান সুমন নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। তিনি সেখানে অপারেটরের চাকরি করেন। তার বাড়ি সন্দ্বীপে। তার সন্ধান করছেন শাহিদ। তিনি জানান, তৌহিদুল হাসান সুমন আমার ছোট বোনের স্বামী। তাকে পাওয়া যাচ্ছ না। এ কারণে চমেক হাসপাতালে খোঁজ নিতে এসেছেন। এভাবে বিএম কনটেইনারে কর্মরত অনেকের খোঁজে এসেছেন স্বজনরা।

আরও পড়ুন...

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৭

 

/আইএ/
টাইমলাইন: সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড
১০ জুন ২০২২, ০৯:০০
০৯ জুন ২০২২, ১৩:৪৩
সম্পর্কিত
বাসের ধাক্কায় চুয়েটের ২ শিক্ষার্থী নিহত, সহপাঠীদের আলটিমেটাম
যাত্রবাড়িতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় নিরাপত্তাকর্মী নিহত
সর্বশেষ খবর
২০১৬ সালের নির্বাচনে দুর্নীতি করেছিলেন ট্রাম্প: প্রসিকিউটর
ঘুষ কেলেঙ্কারি মামলার বিচার২০১৬ সালের নির্বাচনে দুর্নীতি করেছিলেন ট্রাম্প: প্রসিকিউটর
যে পুরস্কার জিতে ফেদেরারকে ছুঁলেন জোকোভিচ 
লরিয়াস অ্যাওয়ার্ড যে পুরস্কার জিতে ফেদেরারকে ছুঁলেন জোকোভিচ 
একাডেমিক মান উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মাস্টার প্ল্যান’
একাডেমিক মান উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মাস্টার প্ল্যান’
তীব্র গরমের মধ্যে আগুনে পুড়লো চাঁদপুরের ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান
তীব্র গরমের মধ্যে আগুনে পুড়লো চাঁদপুরের ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান
সর্বাধিক পঠিত
সিলিং ফ্যান ও এসি কি একসঙ্গে চালানো যাবে?
সিলিং ফ্যান ও এসি কি একসঙ্গে চালানো যাবে?
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস