X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ভোটার উপস্থিতি ভালো  থাকলে সেটি নির্বাচনের পক্ষে যাবে: পররাষ্ট্র সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৪, ১৫:৫৫আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৫:৫৫

নির্বাচনে ভোটার উপস্থিতি ভালো থাকলে সেটি নির্বাচনের পক্ষে যাবে বলে মনে করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

রবিবার (৭ জানুয়ারি) সকালে ঢাকার টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি এ কথা বলেন।  মাসুদ বিন মোমেন  বলেন, ‘যদি ভোটার উপস্থিতি ভালো থাকে তাহলে নিশ্চয়ই সেটি নির্বাচনের পক্ষে যাবে, গ্রহণযোগ্যতার পক্ষে যাবে। দেখা যাক, এখনই মূল্যায়নের সময় আসেনি।’

ভোট দেওয়ার পর তিনি বলেন, ‘এখানে আসার পরে খুব নির্বিঘ্নেই ভোট দেওয়া গেলো। কোনও ধরনের বাধা বা প্ররোচণা ছিল না এখানে।’

নিজের মাকে সঙ্গে করে ভোট দিতে এসে পররাষ্ট্র সচিব বলেন, ‘আমি অনেকদিন ভোট দিতে পারিনি। কারণ বিদেশে ছিলাম। আমার আব্বা নিয়মিত আসতেন আম্মাকে নিয়ে। আব্বা মারা গেছেন ছয়-সাত বছর হয়ে গেছে। এবার সুযোগ পেলাম আম্মাকে নিয়ে আসার। উনার বয়স প্রায় ৭৮ বছর। উনি এসেছেন খুব সকালে উৎসাহের সঙ্গে।’

ভোটার উপস্থিতির বিষয়ে তিনি জানান, শহরের মানুষ মনে হয় বন্ধের দিনে দেরি করে ঘুম থেকে ওঠে। আমার মনে হয় আসবে তারা। গ্রামে যেটি খবর পেলাম – আমার স্ত্রী তার বাবাকে নিয়ে ইতোমধ্যে ভোট দিয়েছে। গ্রামে উৎসাহ-উদ্দীপনা কিছুটা বেশি এবং মহিলাদের উপস্থিতি বেশি।

বিদেশ পর্যবেক্ষকরা সকাল সাতটার সময় বেড়িয়ে গেছেন। আবার অনেকে গতকালই ঢাকার বাইরে বিভিন্ন জেলায় গেছেন। উনারা আজ বিকাল বা সন্ধ্যার মধ্যে ফিরে আসবেন বলে তিনি জানান।

কী পরিমাণ ভোট পড়তে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি বলা মুশকিল। তবে এখনও পর্যন্ত শান্তিপূর্ণ আছে। এটি গুরুত্বপূর্ণ। অনেকে ভয় পেয়েছিল বিশেষ করে পরশু রাতে ট্রেনে যে নাশকতার কাজটি ঘটেছে, তারপরে। কিছু কিছু জায়গায় বোমাবাজি হয়েছে, কিছু জায়গায় আগুন লাগানো হয়েছে।’

ভোটার উপস্থিতি একটি ফ্যাক্টর। কিন্তু প্রক্রিয়াটি ঠিক হলো কিনা, স্বচ্ছ হলো কিনা, কোনও ধরনের ভয়-ভীতি দেখানো হলো কিনা, কোন ধরনের অনিয়ম ছিল কিনা – এখানে অনেকগুলো ধাপ আছে। প্রতিটি ধাপ যেন স্বচ্ছ হয়, সুন্দর হয়– সেটিও গুরুত্বপূর্ণ বলে তিনি জানান।

পররাষ্ট্র সচিব বলেন, ‘গতকাল শনিবার বিভিন্ন দেশের নির্বাচন কমিশন থেকে যে প্রতিনিধি দলগুলো এসেছে, তারা জানিয়েছে— তারা ভোটার উপস্থিতি নয়, বরং প্রক্রিয়াটি ঠিকমতো পালিত হচ্ছে কিনা, সেটি দেখতে এসেছে। এটি তাদের মূল বিবেচ্য বিষয়।’

/এসএসজেড/ এপিএইচ/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
পরাজয় ঢাকতে অভিযোগ তুলছে বিএনপিনির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সর্বশেষ খবর
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার