X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২
সিদ্দিকবাজারে বিস্ফোরণ

ভবন মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে রাজউক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২৩, ২৩:১৭আপডেট : ০৮ মার্চ ২০২৩, ২৩:৫০

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ক্যাফে কুইন স্যানিটারি মার্কেট পরিদর্শন করেছেন রাজউকের সদস্য মেজর (অব) ইঞ্জিনিয়ার সামসুদ্দিন আহমেদ চৌধুরী। তিনি বলেছেন, ভবনটি কী অবস্থায় আছে, ব্যবহার উপযোগী কি না—সেসব বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজউক একটি কারিগরি কমিটি গঠন করেছে। এই ভবনের ভেতরে কী ধরনের ক্ষতি হয়েছে সেগুলো নিরূপণ করেছি আমরা। ভবনের দুই তলা থেকে উপরের দিকে সব ঠিক আছে। ভবনের ২৪টি কলামের ৯টি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, রাজউকে ১৯৮৫ সাল পর্যন্ত কাগজপত্র খোঁজ করে এই ভবন সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। এখন ৮০ দশকের সব কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। তবে ভবনের অনুমোদন না থাকলে রাজউকের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রাজউকের প্রতিনিধি দলের প্রধান ইঞ্জিনিয়ার সামসুদ্দিন আহমেদ চৌধুরী ভবন পরিদর্শন শেষ সাংবাদিকদের একথা বলেন। এসময় তার সঙ্গে বুয়েটের পুরকৌশল বিভাগের প্রফেসরসহ একটি বিশেষজ্ঞ দল ভবনটি পরিদর্শন করেন। তারা মই লাগিয়ে দুতলায় উঠেন। এছাড়া পাশের ভবনের ছাদে উঠে ক্ষতিগ্রস্ত ভবনের ছাদে নেমে পর্যবেক্ষণ করেন। রাজউকের প্রতিনিধি দল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করেন

এই ভবন কী অবস্থায় আছে, ক্ষতিগ্রস্ত ভবনটা ব্যবহার উপযোগী কি না—সে বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজউকের পক্ষ থেকে একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। আপনারা দেখেছেন—আমরা এই ভবনের ভেতরে গিয়েছি, ছাদে উঠেছি, পাশের বিল্ডিংগুলোতে গিয়ে দেখেছি। ভবনটিতে কতগুলো কলাম আছে, ক্ষতি হয়েছে কতগুলোর—সেগুলো নিরূপণ করেছি। ভবনটি দুই তলা থেকে উপরের দিকে ঠিক আছে। ভবনটিতে থাকা ২৪টি কলামের মধ্যে ৯টি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, ভবনটির নিচের কলাম বা বিমগুলো নষ্ট হয়ে গেছে। ভবনটির এতটুকু রেট্রো ফিটিং (বিদ্যমান অবস্থাকে উন্নত করা) করা যাবে তা আজকে রাত কিংবা কাল সকালের মধ্যে অ্যাসেসমেন্ট করবো। রেট্রো ফিটিংয়ের জন্য একটি এক্সপার্ট টিমকে নিয়োগ করে দিবো।

বুয়েটের পুরকৌশল বিভাগের প্রফেসর ড. মেহেদী আহমেদ আনসারী বলেন, ২০১৯ সালে ওয়াহিদ মেনশনের বিস্ফোরণের ঘটনার পর ওই ভবনটি আমরা রেট্রো ফিটিং করে ব্যবহার উপযোগিতায় ফিরিয়ে দিয়েছি। এই ধরনের একটি কাজ করতে এক থেকে দুই মাস সময় লাগে।

কাল একটি থার্ড পার্টিকে এই কাজের জন্য এনগেজ করবো৷ তারাই ডিজাইন করবেন কোথায় কী করতে হবে। পরবর্তী এক থেকে দুই মাস ওনারা বিল্ডিংয়ের মাটি চেক করবেন, প্রত্যেকটা কলাম ও বিম পরীক্ষা করবেন, কনক্রিট কেটে দেখবেন।

এই ভবনটি ১৯৮০ সালে তৈরি করা, ভবনটি প্রথমে চারতলা তৈরি করা হয়েছিল। এর মধ্যে নিচের দুই তলা কমার্শিয়াল, উপরের পাঁচ তলা আবাসিক। প্রাথমিক অ্যাসেসমেন্ট করতে দুই মাস লাগবে, রেট্রো ফিটিং করতে আরও এক বছর লাগতে পারে।

/এএইচ/এমএস/
টাইমলাইন: সিদ্দিকবাজারে বিস্ফোরণ
০৮ মার্চ ২০২৩, ২৩:১৭
ভবন মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে রাজউক
০৮ মার্চ ২০২৩, ১৭:২৮
সম্পর্কিত
চলন্ত মোটরসাইকেলে ককটেল নিক্ষেপ, দুই ভাই আহত
মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
রূপগঞ্জে টেক্সটাইল মিলে বিস্ফোরণে ২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
শিল্পী ও সাবেক এমপি মমতাজের সাত দিনের রিমান্ড আবেদন
শিল্পী ও সাবেক এমপি মমতাজের সাত দিনের রিমান্ড আবেদন
হাইকোর্টের রায় স্থগিত: নগদে প্রশাসক নিয়োগ অবৈধ
হাইকোর্টের রায় স্থগিত: নগদে প্রশাসক নিয়োগ অবৈধ
তেজগাঁওয়ে ময়লার স্তূপে শিশুর মরদেহ, গায়ে আঘাতের চিহ্ন
তেজগাঁওয়ে ময়লার স্তূপে শিশুর মরদেহ, গায়ে আঘাতের চিহ্ন
যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে চায় বাংলাদেশ
যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে চায় বাংলাদেশ
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়