X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

সিদ্দিকবাজারে বিস্ফোরণ: এক মাসেও স্বাভাবিক হতে পারেননি ব্যবসায়ীরা

আব্দুল হামিদ
১৪ এপ্রিল ২০২৩, ২৩:০০আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ২৩:০৪

রাজধানীর সিদ্দিকবাজারে ক্যাফে কুইন স্যানেটারি মার্কেটে বিস্ফোরণের এক মাস পেরিয়ে গেছে। তবে এখনও স্বাভাবিক হতে পারেননি সেখানকার ব্যবসায়ীরা। এমনকি ওই মার্কেটের পাশের দুটি মার্কেটে এখনও দেওয়া যায়নি বিদ্যুৎ সংযোগ। ব্যবসায়ীরা বলছেন, সামনে ঈদ, অথচ দুর্ঘটনার এক মাস পরও এখানে মার্কেট জমছে না। ক্রেতাদের তেমন আনাগোনা নেই, ক্রেতারা আগের মতো আসছেনও না এই এলাকায়।

বুধবার (১২ এপ্রিল) সকালে সিদ্দিকবাজার বিস্ফোরণস্থলে ঘুরে দেখা গেছে, ক্যাফে কুইন মার্কেটের সামনে এখনও ‘ঝুকিপূর্ণ’ লেখা সিটি করপোরেশনের ব্যানার ঝুলছে। ভবনের সামনের অংশে রাস্তায় বেরিকেট দিয়ে এক লেন রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। এতে করে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। এছাড়া এই বেরিকেটের মধ্যে ধ্বংসাবশেষের ময়লা-আর্বজনাও ফেলে রাখা হয়েছে। আর বাইরের পাশটায় ভ্রাম্যমাণ কিছু দোকান বসেছে।

ধ্বংসাবশেষের পাশে বসেছে কিছু ভ্রাম্যমাণ দোকান

এদিন দুপুরের দিকে মিরপুর থেকে কিচেনের সামগ্রী কিনতে এসেছিলেন আমেনা বেগম। এই নারী বলেন, মাত্রই পাশের দোকান থেকে কিচেনের একটা বেসিন কিনলাম। এখান দিয়ে পার হতে গিয়ে বাসের সঙ্গে ধাক্কা লেগে বেসিনটা অনেকটা নষ্ট হয়ে গেলো। দোকানদারও আর ফেরত নিলো না। কিছুটা ঠিক করে দিলো, তাই নিয়ে বাসায় যাচ্ছি। নতুন জিনিসটা নেওয়ার পরেই এভাবে নষ্ট হয়ে গেলো।’

ক্ষতিগ্রস্ত মার্কেটের পাশের ফাতেমা মার্কেটের বাদশা ট্রের্ডাস ভেতর থেকে ময়লা-আর্বজনা ও মালামাল সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে সেখানে সামনে পর্দা টাঙিয়ে মেরামতের কাজ করছে শ্রমিকরা। ক্যাফে ‍কুইনের পাশের অংশে ক্ষতিগ্রস্থ দেওয়ালে পার্টিশন দিয়ে ঢালাই করা হচ্ছে। আর চায়না পয়েন্ট মার্কেটের সালু এন্টাপ্রাইজ, সুন্দরবন কুরিয়ার সার্ভিস আনিকা এজেন্সি ও ঢাকা ব্যাংকের শাখাসহ বেশ কিছু প্রতিষ্ঠানের স্থান পরিবর্তনের ব্যানার ঝুলিয়ে রাখা হয়েছে দেওয়ালে। এছাড়া বিস্ফোরিত ক্যাফে কুইনের ক্ষতিগ্রস্থ পিলারে এখনও রাজউকের দেওয়া সাপোর্ট পিলার লাগানো আছে।

চলছে মেরামতের কাজ

স্থানীয় এক ব্যবসা প্রতিষ্ঠান সাফওয়ান এন্টারপ্রাইজের কর্মচারী ইসহাক হোসেন রোমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ক্যাফে কুইনে বিস্ফোরণের চার দিন পর ১১ মার্চ থেকে আমরা দোকান খুলেছি। কিন্তু এই এক মাসে কোনও বেচাকেনা নেই। পরিস্থিতি যাও একটু শান্ত হয়ে আসছিল গত কয়েকদিন আগে বঙ্গবাজারে আগুন লাগার পরে আরও খারাপ অবস্থা। এখন এমন অবস্থা সাধারণ মানুষ যেন গুলিস্তানসহ এপাশে আশতেই ভয় পাচ্ছেন। আমরা নিজেরাও এখনও ভয়ে আছি, কখন কী হয়ে যায়।’

এভাবেই সড়কের ধার দিয়ে যাওয়া-আসা করতে হয় ক্রেতাদের। পাশ দিয়ে ছুটে যায় যাত্রীবাহী গাড়ি।

বাংলাদেশ পাইপ অ্যান্ড টিউবওয়েল মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি রবিউল হক বাদশা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মার্কেট কিছুটা স্বাভাবিক হলেও এখনও তেমন ব্যবসা-বাণিজ্য নেই। ভবনে বিস্ফোরণের ঘটনায় লেনদেনের খাতাপত্র না পাওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।’

ওই ঘটনায় মারা যাওয়া সদস্যদের প্রত্যেককে শ্রম মন্ত্রণালয় থেকে ৫০ হাজার করে টাকা দেওয়া হয়েছে। আর সমিতির পক্ষ থেকে মারা যাওয়া সদস্যদের প্রত্যেককে ৩০ হাজার করে টাকা দেওয়া হয়েছে। এছাড়া যারা অসুস্থ তাদেরকে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।  

রবিউল হক বাদশা বলেন, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সঙ্গে বসে একটিা সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া সমিতির পক্ষ থেকে ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে যা প্রয়োজন; সব করা হবে। আমরা ডিলারদের মাল দেওয়ার জন্য অনুরোধ করবো। এছাড়া বঙ্গবাজার দুর্ঘটনার পরে কত জায়গা থেকে সহযোগিতা আসছে। কিন্তু আমাদের এখানে কিন্তু কোনও সহযোগিতা আসেনি। এজন্য আমাদের ব্যবসায়ীদের পাশে আমরাই দাঁড়াবো।

ভবনের সামনে ঝুলছে সিটি করপোরেশনের ব্যানার

এক মাসের বেশি সময় ফাতেমা মার্কেট ও চায়না পয়েন্ট মার্কেটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে উল্লেখ করে এই ব্যবসায়ী নেতা বলেন, ‘যেখানে দুর্ঘটনা ঘটে, তার আশপোশের ‍এলাকায় অনেকেই ক্ষতিগ্রস্থ হয়। আর এখন ওই মার্কেটে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য রাজউক, ডিবিডিসিসহ সংশ্লিষ্টদের অনুমতি লাগবে। সংশ্লিষ্ট সংস্থা থেকে অনুমতি আসলেই বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।’

ভবনের সামনের অংশের রাস্তায় বেরিকেড থাকায় ওই এলাকায় গাড়ি চলাচলে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিষয়টি নিয়ে জানতে চাইলে ডিএমপি লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) আসমা সিদ্দিকা মিলি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা ট্রাফিক বিভাগের কাজ না। রাজউক, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টরা কাজ করছেন। তারাই ভালো বলতে পারবেন। এ বিষয়ে ট্রাফিক পুলিশ কোনও সিদ্ধান্ত নিতে পারে না।’

/ইউএস/
টাইমলাইন: সিদ্দিকবাজারে বিস্ফোরণ
১৪ এপ্রিল ২০২৩, ২৩:০০
সিদ্দিকবাজারে বিস্ফোরণ: এক মাসেও স্বাভাবিক হতে পারেননি ব্যবসায়ীরা
০৮ মার্চ ২০২৩, ১৭:২৮
সম্পর্কিত
তীব্র গরমে ক্রেতা সংকট, বন্ধ ফুটপাতের বেশিরভাগ দোকান
মে দিবস: রাজধানীতে জনসভা করবে জাতীয় শ্রমিক লীগ
দূরপাল্লার বাসের জানালার পাশের যাত্রীদের ব্যাগ-মোবাইল ছিনিয়ে পালিয়ে যেত হৃদয়!
সর্বশেষ খবর
চট্টগ্রাম শ্রম আদালতে ঝুলছে দুই হাজার ৮৭ মামলা
চট্টগ্রাম শ্রম আদালতে ঝুলছে দুই হাজার ৮৭ মামলা
ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ: কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের ধরপাকড়
ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ: কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের ধরপাকড়
সরকারি খাদ্যগুদাম থেকে ভালোটা সরিয়ে রাখা হচ্ছে নিম্নমানের চাল, দুদকের মামলা
সরকারি খাদ্যগুদাম থেকে ভালোটা সরিয়ে রাখা হচ্ছে নিম্নমানের চাল, দুদকের মামলা
ইসরায়েলি হামলার দ্বারপ্রান্তে রাফাহ: জাতিসংঘ
ইসরায়েলি হামলার দ্বারপ্রান্তে রাফাহ: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!