X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২
সিদ্দিকবাজার ট্র্যাজেডি

সাড়ে ৩ বছর পর দেশে ফিরেছিলেন সুমন, ঠিক হয়েছিল বিয়েও

সুবর্ণ আসসাইফ
১২ মার্চ ২০২৩, ১৪:০১আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৭:৫৯

সাড়ে তিন বছর পর কাতার থেকে ছুটিতে গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে দেশে ফিরেছিলেন মো. সুমন (২২)। বিয়ের জন্য দেখা হয়েছিল পাত্রী। পছন্দ হওয়ায় পরিবারের সিদ্ধান্তে কথা ছিল পাত্রীর পরিবারের সঙ্গে দিনক্ষণ ঠিক করার। কিন্তু সিদ্দিকবাজার ট্র্যাজেডিতে সুমনের আকস্মিক মৃত্যু হয়। সব স্মৃতি আঁকড়ে ধরে কেঁদে চলেছেন তার মা।

গত ৭ মার্চ মায়ের জন্য ইফতারি কিনতে বের হন সুমন। আর ফেরা হয়নি তার। এতদিন পর মায়ের বুকে ফিরেও যেন ফেরা হলো না সুমনের।

রাজধানীর পুরান ঢাকার সুরিটোলা এলাকায় বসবাস সুমনের পরিবারের। তাদের আদি নিবাস কুমিল্লা জেলার মেঘনা থানায়। নিহতের বাবা মো. মমিন মিয়া পেশায় ভাসমান জুতা ব্যবসায়ী। চার ভাই-বোনের মধ্যে মেজ ও বড় ছেলে সন্তান হওয়ায় পরিবারের সচ্ছলতার আশায় যান কাতারে। কাজ করতেন একটি মেডিসিন কোম্পানিতে।

সুরিটোলা জামে মসজিদের পাশে একটি ভবনের তিনতলার দুটি কক্ষে ভাড়া থাকে সুমনের পরিবার।

সরেজমিন দেখা যায়, ছেলে হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা কাজু বেগম। ভাই হারানোর শোকে কাতর দুই বোন। দেড় বছর বয়সী ছোট ভাই সাফায়েত জানে না তার ভাই কোথায়।

কথা হয় পরিবারের সদস্যদের সঙ্গে। তারা জানান, সুমনের বিয়ে করার কথা ছিল। এরপর বিয়ের কথা চলছিল ছোট বোনেরও। ২০১৯ সালের ডিসেম্বরে কাতারে যান সুমন। ধারদেনা করে ছেলেকে কাতার পাঠান বাবা মো. মমিন। এখনও শোধ করতে পারেননি সেই ঋণ। দেশে ফেরার ১০ দিনের মাথায় ছেলেকে হারিয়ে এখন পাগলপ্রায় সবাই।

সুমনের বড় ভগ্নিপতি মো. বিপ্লব বলেন, ‘আমাদের কী গেছে তা আমরা জানি। যা গেছে, তা তো আর ফিরে আসবে না। সুমনের বিয়ে হলে ছোট বোনটারও বিয়ের কথা ছিল। গত ৬ মার্চ আমরা মেয়ে দেখতে যাই। মেয়ে পছন্দও হয় সবার। কথা ছিল ৮ মার্চ মেয়ের বাসায় পাকা কথা বলতে যাওয়া হবে। তা আর হলো কই?’

মর্গে ভোগান্তি ও জেলা প্রশাসনের সহায়তা না মেলার কথা জানিয়ে বিপ্লব বলেন, ‘মর্গে সবার লাশ হস্তান্তর হলেও আমাদের লাশের ময়নাতদন্ত করার কথা বলছিল, না হলে টাকা দিতে হবে। বলছিল ময়নাতদন্ত ছাড়া লাশ ছাড়বে না। তাদের ধারণা ছিল, বিদেশ থেকে এসেছে, টাকার কথা বললে আমরা রাজি হয়ে যাবো। পরে আমরা চিল্লাপাল্লা করলে তারা লাশ ছেড়ে দেয়। এখনও তার বিদেশ যাওয়ার সময় আমার শ্বশুর যে ঋণ করেছিল, তাও শোধ হয়নি। সুমন বিদেশ থেকে সাবান-স্যাম্পু ছাড়া আর কিছু আনেনি। শুধু একটা কম্বল এনেছিল। কারও থেকে এখন পর্যন্ত এক টাকা সহায়তা আমরা পাইনি।’

প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে ছিটকে পড়েন সুমন। তার মাথায় কাচের টুকরো ঢুকে যাওয়ায় রক্তক্ষরণ হয় বেশি। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছেলের শোকে কাতর মা কাজু বেগম বলেন, ‘দুপুরের পর আমার ছেলে জিজ্ঞেস করল, মা তুমি তো রোজা আছো, ইফতারে কী খাবা বলো। আমি বললাম, কিছু খাবো না বাবা, ঘরে যা আছে খাবো। তখন ছেলে বললো, এত বছর পর দেশে এলাম, তুমি কিছু আমার কাছ থেকে খাবা না, তা হয়? তুমি তো টানাপরোটা খাও, আমি গিয়ে টানাপরোটা আনি। ছেলে বের হওয়ার পর বোনের বাসায় যায়, ভাগ্নিকে আইসক্রিম কিনে দিয়ে রওনা দেয়। একটু পর ওর বন্ধু এসে বলে, সুমন আর নেই।’

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘এতদিন পর দেশে এলো ছেলেটা। বিয়ে করতে চাচ্ছিল না, আমার কথায় বিয়েতে রাজি হয়। ঘটককে বলেছিল, আমার মাকে দেখবে, যত্ন করবে, এমন মেয়ে লাগবে। আমার ছেলেই এখন নেই!’

/এনএআর/এমওএফ/
টাইমলাইন: সিদ্দিকবাজারে বিস্ফোরণ
১২ মার্চ ২০২৩, ১৪:০১
সাড়ে ৩ বছর পর দেশে ফিরেছিলেন সুমন, ঠিক হয়েছিল বিয়েও
০৮ মার্চ ২০২৩, ১৭:২৮
সম্পর্কিত
তেজগাঁওয়ে ময়লার স্তূপে শিশুর মরদেহ, গায়ে আঘাতের চিহ্ন
সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেফতার
রাজধানীতে আ.লীগের আরও ৪ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়নি: চিফ প্রসিকিউটর
জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়নি: চিফ প্রসিকিউটর
জাতীয় সংগীতের অবমাননা ও একাত্তরকে উপেক্ষাকারীদের রাজনীতি বুমেরাং হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় সংগীতের অবমাননা ও একাত্তরকে উপেক্ষাকারীদের রাজনীতি বুমেরাং হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
বৃহৎ বিনিয়োগের আশায় ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শুরু, পৌঁছালেন সৌদি আরব
বৃহৎ বিনিয়োগের আশায় ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শুরু, পৌঁছালেন সৌদি আরব
চিকিৎসাসেবার পরিবেশ নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
চিকিৎসাসেবার পরিবেশ নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়