X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

সিদ্দিকবাজারে বিস্ফোরণ: ভবন নিয়ে ৫ সুপারিশ রাজউকের

রিয়াদ তালুকদার
১৩ মার্চ ২০২৩, ২৩:২৬আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৬:৩৩

রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সাততলা ভবনটি ব্যবহার উপযোগী করতে রাজউকের গঠিত তদন্ত কমিটি পাঁচ দফা সুপারিশ করেছে। এরই মধ্যে সুপারিশের প্রতিবেদনটি রাজউক চেয়ারম্যান আনিসুর রহমান মিঞার কাছে জমা দেওয়া হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন কারিগরি কমিটির আহ্বায়ক ও রাজউক সদস্য (পরিকল্পনা) মেজর অবসরপ্রাপ্ত শামসুদ্দিন আহমদ চৌধুরী।

সোমবার (১৩ মার্চ) তিনি বলেন, রাজউকের কমিটির দায়িত্ব দিয়েছিল ক্ষতিগ্রস্ত ভবনটি বসবাসযোগ্য আছে কি না, না থাকলে বসবাসযোগ্য করতে কি করা যেতে পারে—এটা দেখা। ওই কমিটিতে ৬ সদস্যের সবাই সিভিল ইঞ্জিনিয়ার।

তিনি বলেন, ভবনটা দেখার পর দুই কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। আমাদের কার্যদিবস ছিল বৃহস্পতিবার আর রবিবার। শেষদিন রাতেই সুপারিশ প্রতিবেদনে সই করেছি, আজ জমা দিলাম। আমরা ৫টি সুপারিশ করেছি। সুপারিশের প্রথমটি হলো—অতিদ্রুত প্রোপিং (ভারবহনের সক্ষমতা বাড়ানো) করে ভবনটিকে স্থিতিশীল করতে হবে। ভবনটির ২৪টি কলামের ৯টি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৯টির মধ্যে ৪টি আবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এগুলোকে প্রোপিং করে সমান্তরাল সাপোর্ট দিয়ে ভবনটি স্থিতিশীল (স্টেবল) করার বিষয়টি আমাদের প্রথম সুপারিশ।

তিনি আরও বলেন, সুপারিশটা মনিটরিং করে এই দুইদিনের মধ্যে কাজও শেষ করেছি। আমাদের প্রথম কাজটা হয়ে গেছে। প্রথম সুপারিশের আরেকটি অংশ ছিল ক্ষতিগ্রস্ত ভবনটির ২৬ ফিট দূরত্বে ব্যারিকেড দেওয়া। এখন যেখানে ব্যারিকেড দেওয়া রয়েছে—ওই জায়গায় ব্যারিকেডটা রেখে রাস্তার যে অংশটি খালি থাকবে ওইখানে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত যাত্রীবাহী যেকোনও গাড়ি চলাচল করতে পারবে। কারণ রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত ভারী যানবাহন চলে। এসব ভারী যান অনেক গতিতে চলে, তাই এগুলোকে এ রাস্তা এভয়েড করতে বলেছি।

দুই নাম্বার সুপারিশে বলা হয়েছে— ৪৫ দিনের মধ্যে ভবনটির ডিটেইল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করতে হবে। এখন ভবনটির কাঠামোগত অবস্থান (স্ট্রাকচারালি পজিশন) জানতে এর একটি প্রকৌশলগত মূল্যায়ণ (ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট) করতে হবে। সয়েল কন্ডিশনসহ ভবনটির কলাম ও বিম কী অবস্থায় আছে—এসব জানতে পরীক্ষা করতে হবে। এগুলোর জন্য আমরা ৪৫ দিন সময়ের কথা বলেছি।

তিন নম্বর সুপারিশ হলো—ভবনটির কাঠামোর সক্ষমতা বাড়াতে রেট্রোফিটিং করা। এটা করতে লাগে ৬ মাস। মূলত ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্টের মধ্যে রেট্রোফিটিং বিষয়টা চলে আসে। ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্টে দেড় মাস আর রেট্রোফিটিংয়ে ৬ মাস লেগে যাবে।

সুপারিশের চার নম্বরে বলেছি—ডিটেইল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট ও রেট্রোফিটিং সম্পন্ন না হওয়ার পর্যন্ত ভবনটিতে কেউ বসবাস করতে পারবে না।

শেষ সুপারিশ হচ্ছে—ভবনটির সার্বিক দিক মূল্যায়ণ করে আমরা একটা সার্টিফিকেট দিবো। তারপর এখানে সবাই বসবাস করতে পারবে।

/এমএস/
টাইমলাইন: সিদ্দিকবাজারে বিস্ফোরণ
১৩ মার্চ ২০২৩, ২৩:২৬
সিদ্দিকবাজারে বিস্ফোরণ: ভবন নিয়ে ৫ সুপারিশ রাজউকের
০৮ মার্চ ২০২৩, ১৭:২৮
সম্পর্কিত
পটকা-আতশবাজি তৈরি করা ঘরটি উড়ে গেলো বিস্ফোরণে, মা-মেয়েসহ আহত ৪
কম্বোডিয়ায় অস্ত্রাগার বিস্ফোরণে নিহত ২০
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
সর্বশেষ খবর
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
ভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
চ্যাম্পিয়নস লিগ, সেমিফাইনালভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
দুই মাস পর ইলিশ ধরা শুরু
দুই মাস পর ইলিশ ধরা শুরু
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস