X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

গাজীপুরের পাঁচ আসনে জামানত হারালেন ২৮ প্রার্থী

গাজীপুর প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২৪, ১৪:২০আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১৪:২০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনে ৩৮ জন প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাড়া বাকি ২৮ জনই জামানত হারিয়েছেন। নির্বাচনি আইন অনুযায়ী, যদি কোনও প্রার্থী মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগের কম ভোট পান, তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে।

গাজীপুরের জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান জানান, রবিবার (৭ জানুয়ারি) রাতে গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মো. শফিকুল ইসলাম জেলার পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনের ফল ঘোষণা করেন। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে ওই নির্বাচনের ফলাফলের শিট বিজয়ী প্রার্থী অথবা তার প্রতিনিধির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ফলাফল শিট থেকে জানা যায়, গাজীপুরের পাঁচটি আসনের ৩৮ জন প্রার্থীর মধ্যে চারটি আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এবং একটি আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে মাত্র পাঁচ জন প্রার্থী তাদের জামানত ফেরত পাবেন। অবশিষ্ট ২৮ জন প্রার্থী নিজ নিজ সংসদীয় আসনে মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পেয়েছেন। এ কারণে নির্বাচনি আইন অনুযায়ী তাদের জামানত বাজেয়াপ্ত হবে।

গাজীপুর-১ (কালিয়াকৈর ও গাসিকের একাংশ) আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ৭ জন। এ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক ১ লাখ ৯ হাজার ২১৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল পেয়েছেন ৯২ হাজার ৭৮৮ ভোট। এ আসনে মোট ভোটার ৬ লাখ ১৫ হাজার ৮৫২টি। নির্বাচনে ২৩৭টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ২ লাখ ৮ হাজার ৭৬২টি। এ আসনে ৩ হাজার ১৭৫টি ভোট বাতিল হয়েছে। বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৫ হাজার ৫৮৭টি। এ আসনে মোট ভোট পড়েছে শতকরা ৩০ ভাগ।

এ আসনে যেসব প্রার্থী ২৬ হাজার ৯৫.২৫ ভোটের কম ভোট পেয়েছেন নির্বাচনি আইন অনুযায়ী তাদের জামানত বাজেয়াপ্ত হবে। এই আসনের বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাড়া অন্য ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

এই আসনের অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে জাতীয় পাটির প্রার্থী (লাঙ্গল) এম এম নিয়াজ উদ্দিন পেয়েছেন ১ হাজার ২৭৬ ভোট, তৃণমূল বিএনপির প্রার্থী (সোনালি আঁশ) চৌধুরী ইরাদ আহমদ সিদ্দিকী পেয়েছেন ৩২২ ভোট, ইসলামী ঐক্য জোটের প্রার্থী (মিনার) ফজলুর রহমান পেয়েছেন ১ হাজার ৪৯৩ ভোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী (নোঙর) আর্শেদুজ্জামান পেয়েছেন ২০২ ভোট এবং বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী (ফুলের মালা) শফিকুল ইসলাম ২৮৮ ভোট পেয়েছেন।

গাজীপুর-২ (গাজীপুর সদর ও টঙ্গী) আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী যুব ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ১ লাখ ৪ হাজার ৪৭৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন পেয়েছেন ৮৪ হাজার ১২৯ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ৭ লাখ ৭৯ হাজার ৭২৬টি। নির্বাচনে ২৭২টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ১ লাখ ৯৭ হাজার ৮২১টি। এ আসনে ৩ হাজার ৬৩৪টি ভোট বাতিল হয়েছে। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ১৮৭টি। এ আসনে মোট ভোট পড়েছে শতকরা ২৫ দশমিক ৩৭ ভাগ।

যেসব প্রার্থী ২৪ হাজার ৭২৭.৬২৫ ভোটের কম ভোট পেয়েছেন তাদের জামানত বাজেয়াপ্ত হবে। ফলে এ আসনের বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাড়া অন্য ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। এ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী (একতারা) এস এম জাহাঙ্গীর আলম পেয়েছেন ৫৪২ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী (আম) কাজী হাসিবুর রহমান রাব্বী ২৩৭ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী (চেয়ার) আমির হোসেন ১০২ ভোট, জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল) জয়নাল আবেদীন ১ হাজার ৫৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী (ঈগল) সাইফুল ইসলাম ৩ হাজার ২৬২ ভোট, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী (ডাব) রেহানা আক্তার রিনা ১১৫ ভোট এবং বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী (ফুলের মালা) সৈয়দ আবু দাউদ মুসনবী হায়দার পেয়েছেন ২৬৪ ভোট।

গাজীপুর-৩ (শ্রীপুর-পিরুজালী-ভাওয়ালগড়-মির্জাপুর) আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসি ১ লাখ ২৬ হাজার ১৯৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ পেয়েছেন ১ লাখ ১ হাজার ৬৭৪ ভোট। এ আসনে মোট ভোটার ৩ লাখ ১০ হাজার ৭৪৭। নির্বাচনে ১৮০টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ২ লাখ ৩৪ হাজার ৭২৮টি। এ আসনে ৩ হাজার ২৩৩টি ভোট বাতিল হয়েছে। বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৩১ হাজার ৪৯৫টি। এ আসনে মোট ভোট পড়েছে শতকরা ৪৭ দশমিক ৪৭ ভাগ।

এই আসনে যেসব প্রার্থী ২৯ হাজার ৩৪১ ভোটের কম ভোট পেয়েছেন তাদের জামানত বাজেয়াপ্ত হবে। ফলে এই আসনের বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাড়া অন্য ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। এই আসনের অন্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী (ঈগল) এ কে এম সাখাওয়াত হোসেন খান পেয়েছেন ১৫৪ ভোট, জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল) অধ্যাপক এফ এম সাইফুল ইসলাম ১ হাজার ২২৪ ভোট, কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী (গামছা) আব্দুর রহমান ১ হাজার ৭১৭ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী (মশাল) জহিরুল হক মন্ডল বাচ্চু ২২৭ ভোট এবং বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী (ফুলের মালা) জয়নাল আবেদীন ৩০৩ ভোট পেয়েছেন।

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বঙ্গতাজ-কন্যা সিমিন হোসেন রিমি ৮৯ হাজার ৭২৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি আলম আহমেদ পেয়েছেন ৪৪ হাজার ৪৫ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৭৪৭টি। নির্বাচনে ১২২টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ১ লাখ ৩৬ হাজার ৬৩৪টি। এ আসনে ১ হাজার ৩৭২ টি ভোট বাতিল হয়েছে। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ২৬২টি। এ আসনে মোট ভোট পড়েছে শতকরা ৪৩ দশমিক ৯৭ ভাগ।

যেসব প্রার্থী ১৭ হাজার ৭৯.২৫ ভোটের কম ভোট পেয়েছেন তাদের জামানত বাজেয়াপ্ত হবে। ফলে এই আসনের বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাড়া অন্য ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। এই আসনের অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বাংলাদেশ কংগ্রেসের (ডাব) আব্দুর রউফ খান পেয়েছেন ১৮৭ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী (একতারা) মাসুদ চৌধুরী ৩৭৮ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের প্রার্থী (টেলিভিশন) মোহাম্মদ সারোয়ার-ই-কায়নাত ১০৫ ভোট, জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল) সামসুদ্দিন খান ৪৭৫ ভোট এবং ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সামসুল হক ৩৪৩ ভোট পেয়েছেন।

গাজীপুর-৫ (কালীগঞ্জ ও গাসিকের একাংশ) আসনের নির্বাচনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি, ডাকসুর সাবেক জিএস ও ভিপি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান ৬২ হাজার ৯৪০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি পেয়েছেন ৫০ হাজার ৬৯৬ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ৮৬২টি। নির্বাচনে ৯০টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ১ লাখ ২০ হাজার ৫৬২টি। এ আসনে ১ হাজার ৯০৫টি ভোট বাতিল হয়েছে। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৬৫৭টি।

এখানে যেসব প্রার্থী ১৫ হাজার ৭০.২৫ ভোটের কম ভোট পেয়েছেন নির্বাচনি আইন অনুযায়ী তাদের জামানত বাজেয়াপ্ত হবে। ফলে এই আসনের বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাড়া অন্য ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। এই আসনের অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বাংলাদেশ সুপ্রিম পার্টির (একতারা) তৃতীয় লিঙ্গের উর্মি পেয়েছেন ৪৪৬ ভোট, জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল) এম এম নিয়াজ উদ্দিন ২০০ ভোট, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আমজাদ হোসেন ৩ হাজার ৬৪৮ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী (মশাল) মোহাম্মদ তরিকুল ইসলাম আকন্দ ৮৬ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী (চেয়ার) আল আমিন দেওয়ান ৫৫৯ ভোট এবং গণফোরামের প্রার্থী (উদীয়মান সূর্য) সোহেল মিয়া ৮২ ভোট পেয়েছেন।

/এমএএ/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
‘ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে’
সংসদ নির্বাচন নিয়ে বিতর্কিত মন্তব্য, আ.লীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ
বিএনপি ফের নৈরাজ্য করলে ডাবল শিক্ষা পেয়ে যাবে: ওবায়দুল কাদের
সর্বশেষ খবর
ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত: উদ্ধারে বাধা প্রতিকূল আবহাওয়া
ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত: উদ্ধারে বাধা প্রতিকূল আবহাওয়া
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ