X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে দফায় দফায় বিএনপি-আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ জানুয়ারি ২০২৪, ১৭:৪৩আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৭:৪৬

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় বিএনপির সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেমে থেমে সাড়ে চার ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দফায় দফায় ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনায় রণক্ষেত্রে রূপ নেয় চান্দগাঁও এলাকা। রবিবার (৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ সংঘর্ষ চলে।

সরেজমিন দেখা গেছে, নগরীর চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুরপাড় এলাকায় এ সংঘর্ষ বাধে। পরে এ সংঘর্ষ সিএন্ডবি মোড় থেকে পুরাতন চান্দগাঁও এলাকা পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। বিএনপির নেতাকর্মীরা সড়কের বিভিন্ন অলিগলির ভেতর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করেছে। ভাঙচুর করেছে সড়কের পাশে থাকা বেশ কিছু প্রতিষ্ঠানের কাচের দরজা-জানালা। একপর্যায়ে বিএনপির লোকজন চট্টগ্রাম কাপ্তাই সড়ক অবরোধ করে রাখে। সড়কের মাঝখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা এ নির্বাচন মানি না, মানি না বলে স্লোগান দেয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ, বিজিবি, র‌্যাব, সেনাবাহিনীর সদস্যরা আত্মরক্ষার্থে ফাঁকা গুলি, কাঁদানে গ্যাস, জলকামান নিক্ষেপ করে। উভয়পক্ষের সংঘর্ষে র‌্যাবের এক গাড়িচালকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ সংঘর্ষের ঘটনায় রকিবুল ইসলাম সাকিব (২১) নামে এক যুবক আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, রবিবার সকালে চান্দগাঁও থানার টেক বাজার হাজি কালামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় ভোটকেন্দ্রের আশপাশে থেমে থেমে বিভিন্ন অলিগলিতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নেতাকর্মীদের ধাওয়া দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। জবাবে পুলিশ টিয়ারশেল ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপির লোকজন অলিগলি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’

টেক বাজার হাজি কালামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা রানা চৌধুরী বলেন, ‘সকাল থেকে ভোটারের উপস্থিতি ভালো ছিল। সংঘর্ষের কারণে উপস্থিতি কমেছে।’ তিনি জানান, এ কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ৮৪৩ জন পুরুষ ভোটার আছেন। সাতটি বুথে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভোট সংগ্রহ হয়েছে ৪৫০টি।

/কেএইচটি/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
সিলেট হয়ে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া, নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ
প্রকৌশলী তুহিনের মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
খালেদা জিয়ার ঢাকায় ফেরা: নেতাকর্মীদের উপস্থিতি সামলানোর চিন্তায় বিএনপি
সর্বশেষ খবর
সিলেট হয়ে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া, নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ
সিলেট হয়ে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া, নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
আবার আবরারের সেঞ্চুরি, বাংলাদেশের হ্যাটট্রিক জয়
আবার আবরারের সেঞ্চুরি, বাংলাদেশের হ্যাটট্রিক জয়
আর্চারি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যেতে চায় বাংলাদেশ
আর্চারি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যেতে চায় বাংলাদেশ
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে