X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

পাঞ্জশিরে তালেবানবিরোধী ঘাঁটিতে যুদ্ধ

বিদেশ ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২১, ০৩:৫২আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ০৬:১৯

তালেবানের নিয়ন্ত্রণের বাইরে থাকা আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকার একটি অংশে নতুন করে ‍যুদ্ধ শুরু হয়েছে। তালেবান বাহিনী পাঞ্জশির উপত্যকা দখলের মধ্য দিয়ে পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে এমন ঘোষণার পরদিনই নতুন করে ওই অঞ্চলে যুদ্ধের খবর পাওয়া গেলো। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

উপত্যকাবাসীর নেতা আমরুল্লাহ ছালে তালেবানের উপত্যকা দখলের দাবিকে অস্বীকার করেছেন। তিনি তালেবানের এ দাবিকে ‘ভিত্তিহীন’ বলেও আখ্যা দেন। তবে তিনি স্বীকার করেন, তালেবান যদি ফোন, ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তবে পরিস্থিতি কঠিন হবে।

সরকার গঠনের চূড়ান্ত পদক্ষেপ হিসেবে সেখানে যুদ্ধ করছে তালেবান।  

পাঞ্জশির উপত্যকা রাজধানী কাবুলের উত্তরে অবস্থিত। এটি আফগানিস্তানের একটি ছোট প্রদেশ এবং সেখানকার মানুষ তালেবানের কর্তৃত্ব মেনে নেয়নি। এ প্রদেশে দেড় থেকে দুই লাখ মানুষ বাস করে। যাদের আগলে রেখেছে পর্বত।

পাঞ্জশির উপত্যকায় তালেবানের প্রতিরোধে নেতৃত্ব দিচ্ছেন স্থানীয়দের নেতা আহমদ মাসুদ। তিনি আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন।

আফগানিস্তান সরকারের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ ছালেহ একটি ভিডিও বার্তায় বিবিসিকে বলেছেন, উভয় পক্ষে হতাহতের ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘কোনও সন্দেহ নেই যে আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে আছি। তালেবান আমাদের আক্রমণ করছে। কিন্তু আমাদের বাহিনী তাদের কাছে নতিস্বীকার করবে না।’ পাঞ্জশিরের দখল নিয়ে তালেবান গুজব ছড়াচ্ছে বলেও তিনি দাবি করেন।

এদিকে তালেবানের একজন মুখপাত্র বলেন, ‘যোদ্ধাদের বাতাসে গুলি বর্জন করা উচিত এবং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেওয়া উচিত।’

এর আগে শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, পাঞ্জশির উপত্যকা দখলের দাবি করে রাজধানী কাবুলের আকাশে গুলি ছুড়ে জয় উদযাপন করে তালেবান। এক তালেবান কমান্ডার জানান, পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ তাদের হাতে। পাঞ্জশিরে সমস্যাকারীরা পরাজিত হয়েছে এবং উপত্যকা তাদের দখলে এসেছে।

বৃহস্পতিবার রাত থেকেই পাঞ্জশিরে তালেবান যোদ্ধাদের সঙ্গে ন্যাশনাল রেসিস্ট্যান্স ফোর্স বা এনআরএফ-এর সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছিল। তালেবানবিরোধী আঞ্চলিক মিলিশিয়া ও সাবেক সেনাদের অনেকেই এখানে জড়ো হয়েছেন।

 

 

/আইএ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী