X
সোমবার, ০৫ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

ভারতীয় সাংবাদিক হত্যায় তালেবানের বিরুদ্ধে মামলা

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০২২, ১৫:৪৮আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৫:৪৮

আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) তালেবানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পুলিৎজার পুরস্কার বিজয়ী ভারতীয় ফটোসাংবাদিক দানিশ সিদ্দিকির বাবা-মা। গত বছর আফগানিস্তানে তালেবানের অতর্কিত হামলায় নিহত হন ৩৮ বছর বয়সী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এই সাংবাদিক।

ওই হত্যকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতে তালেবানের ছয় নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দানিশ সিদ্দিকির বাবা-মা। তাদের অভিযোগ, তালেবান দানিশকে হেফাজতে নেয়, নির্যাতন চালিয়ে হত্যা করে এবং পরে মরদেহ টুকরো টুকরো করে ফেলে।

তার মা শাহিদা আক্তার এক বিবৃতিতে বলেন, ‘কেবল সাংবাদিকতার কর্তব্য পালন করায় আমাদের প্রিয় সন্তান দানিশকে খুন করে তালেবান’।

প্রাথমিক খবরে জানা যায়, কান্দাহারের স্পিন বলদাক এলাকায় গত বছরের ১৬ জুলাই এক হামলার সময় ক্রসফায়ারে পড়ে দানিশ সিদ্দিকি নিহত হন। কিন্তু পরে রয়টার্স জানায় তিনি জীবিত আছেন আর তাকে কাছের একটি মসজিদে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এরপরে কী ঘটে তানিয়ে অস্পষ্টতা রয়েছে।

ভারত ও আফগানিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা রয়টার্সকে জানায় দানিশের মৃত্যুর পর তার মরদেহ টুকরো করে ফেলে তালেবান। আফগান ও ভারতীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে ওই সময়ে জানানো হয়, রেড ক্রসের কাছে হস্তান্তরের সময় দানিশের মরদেহ টুকরো করা ছিল। ঘটনাস্থলের প্রাথমিক ছবিতে অবশ্য দেখা যায় দানিশ আহত হলেও তার দেহ টুকরো করা ছিল না।

তবে তালেবান তা অস্বীকার করে। তাদের দাবি, মরদেহটি যখন পাওয়া যায় তখনই তা টুকরো করা ছিল। তবে দানিশের বাবা-মা তালেবানের বক্তব্য প্রত্যাখ্যান করে।

দানিশের বাবা-মায়ের আইনজীবী অভি সিং বলেন, ‘তালেবান দানিশকে টার্গেট এবং হত্যা করে কারণ তিনি একজন সাংবাদিক এবং একজন ভারতীয়। সেই কারণে এটা আন্তর্জাতিক অপরাধ।’

দানিশের বাবা-মায়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘খুনের পর তার মরদেহ টুকরো করার পাশাপাশি ভারি যান দিয়ে পিশে দেওয়া হয়। তার শরীরে নৃশংস নির্যাতন এবং ১২টি গুলি প্রবেশ ও বেরিয়ে যাওয়া চিহ্ন পাওয়া যায়।’

ভারতের মুম্বাই ভিত্তিক সাংবাদিক দানিশ সিদ্দিকি এক দশকের বেশি সময় রয়টার্সে কাজ করেছেন। বিশ্ব জুড়ে প্রশংসিত হয়েছে তার ছবি। পেয়েছেন স্বীকৃতিও। সর্বশেষ ভারতের করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে তার তোলা গণ শেষকৃত্যের ছবি আন্তর্জাতিক পরিমণ্ডলে সাড়া ফেলে।

২০১৮ সালে ফিচার ফটোগ্রাফি বিভাগে পুলিৎজার পুরস্কার জেতেন দানিশ সিদ্দিকি। মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর নিপীড়নের ছবি তোলায় এই স্বীকৃতি পান তিনি।

সূত্র: বিবিসি

 

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
২৩ মার্চ ২০২২, ১৫:৪৮
ভারতীয় সাংবাদিক হত্যায় তালেবানের বিরুদ্ধে মামলা
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
জাপানের আকাশসীমা ‘লঙ্ঘন’ করলো চীনা হেলিকপ্টার, টোকিওর প্রতিবাদ 
আইজল বিমানবন্দরে কুকি-চিন সমর্থক দুই বাংলাদেশি-মার্কিন আটকের দাবি
১২৯ বছর বয়সে মারা গেছেন বিশ্বের প্রবীণতম চিকিৎসক
সর্বশেষ খবর
ভোলায় আবারও বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি
ভোলায় আবারও বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি
ইউএপি-তে অনুষ্ঠিত হলো জাতীয় সাইবার নিরাপত্তা প্রতিযোগিতা ‘সাইবার সিজ ২০২৫’
ইউএপি-তে অনুষ্ঠিত হলো জাতীয় সাইবার নিরাপত্তা প্রতিযোগিতা ‘সাইবার সিজ ২০২৫’
যুক্তরাজ্যে খালেদা জিয়াকে বিদায়ে নেতাকর্মীদের বিশৃঙ্খলা এড়াতে নির্দেশনা
যুক্তরাজ্যে খালেদা জিয়াকে বিদায়ে নেতাকর্মীদের বিশৃঙ্খলা এড়াতে নির্দেশনা
‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ বাতিল এবং ‘ব্লাসফেমি আইন’ প্রণয়নের দাবি অগ্রহণযোগ্য: এইচআরএফবি
‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ বাতিল এবং ‘ব্লাসফেমি আইন’ প্রণয়নের দাবি অগ্রহণযোগ্য: এইচআরএফবি
সর্বাধিক পঠিত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
খোসাসহ কাঁচা আমের আচার বানিয়ে ফেলতে পারেন এভাবে
খোসাসহ কাঁচা আমের আচার বানিয়ে ফেলতে পারেন এভাবে
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন