X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মেয়েদের মাধ্যমিক স্কুল খোলা নিয়ে পিছু হটলো তালেবান

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০২২, ১৪:৫৮আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৪:৫৮

আফগানিস্তানের মাধ্যমিক স্কুলে মেয়েদের ফিরতে দেওয়ার সিদ্ধান্ত বদলেছে তালেবান। কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুলে মেয়েদের বাধ্যতামূলকভাবে কোন ইউনিফর্ম পরতে হবে তানিয়ে এখনও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

গত বছরের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের বেশ কয়েক মাস পর সম্প্রতি মেয়েদের স্কুলে ফেরার অনুমতি দেওয়া হয়। তবে শিক্ষা মন্ত্রণালয়ের এক নোটিশে বলা হয়েছে, স্কুল বন্ধ থাকবে। এনিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি।

শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল হওয়ায় বহু মেয়ে শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়েছে। আবার শিক্ষক ও শিক্ষার্থী ক্ষোভ প্রকাশের পাশাপাশি হতাশাও প্রকাশ করেছে।

গত সপ্তাহে আফগান শিক্ষা মন্ত্রণালয়ের এক নোটিশে বলা হয় মেয়ে শিক্ষার্থীসহ সবার জন্য বুধবার থেকে সারা দেশের স্কুল খুলে দেওয়া হবে। তবে স্কুল খোলার দিনেই সিদ্ধান্ত বদলেছে তালেবান কর্তৃপক্ষ।

বুধবার তালেবানের শিক্ষা মন্ত্রণালয়ের নোটিশে বলা হয়, ‘আমরা মাধ্যমিক স্কুলের সব মেয়ে এবং যেসব স্কুলে ষষ্ঠ শ্রেণীর ওপরে মেয়ে শিক্ষার্থী রয়েছে তাদের জানাচ্ছি যে, পরবর্তী আদেশের আগ পর্যন্ত সেগুলো বন্ধ থাকবে।’

ওই নোটিশে আরও বলা হয়, ‘শরিয়া আইন এবং আফগানিস্তানের ঐতিহ্যের’ সঙ্গে সঙ্গতি রেখে মেয়ে শিক্ষার্থীদের ইউনিফর্মের বিষয়ে সিদ্ধান্ত হওয়ার পর স্কুল খুলে দেওয়া হবে।

গত বছরের আগস্টে তালেবান যখন ক্ষমতা দখল করে তখন অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন নারী শিক্ষা বন্ধ করে দেওয়া হবে। ২৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত নিজেদের প্রথম মেয়াদে ক্ষমতায় থাকার সময়ে তারা নারীদের আনুষ্ঠানিক শিক্ষা নিষিদ্ধ করে দেয়।

তালেবানের কাছে আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্যতম দাবি ছিল বিদেশি সহায়তা পাওয়ার আগে তালেবানকে নারী ও মেয়েদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে।

হঠাৎ করে তালেবান সিদ্ধান্ত বদল করায় নারী শিক্ষার্থী ও অভিভাবকেরা ব্যাপক ক্ষুব্ধ হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাবা জানান, সকালে তালেবান কর্মকর্তারা স্কুলে ঢুকতে না দেওয়ায় তার মেয়ে হতবাক হয়ে কান্নায় ভেঙে পড়ে। তিনি বলেন, ‘আমার মেয়ের কিছু হয়ে গেলে, আমি তালেবানকে ক্ষমা করবো না।’

সূত্র: বিবিসি

 

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
২৩ মার্চ ২০২২, ১৪:৫৮
মেয়েদের মাধ্যমিক স্কুল খোলা নিয়ে পিছু হটলো তালেবান
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা