X
সোমবার, ০৫ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

মেয়েদের মাধ্যমিক স্কুল খোলা নিয়ে পিছু হটলো তালেবান

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০২২, ১৪:৫৮আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৪:৫৮

আফগানিস্তানের মাধ্যমিক স্কুলে মেয়েদের ফিরতে দেওয়ার সিদ্ধান্ত বদলেছে তালেবান। কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুলে মেয়েদের বাধ্যতামূলকভাবে কোন ইউনিফর্ম পরতে হবে তানিয়ে এখনও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

গত বছরের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের বেশ কয়েক মাস পর সম্প্রতি মেয়েদের স্কুলে ফেরার অনুমতি দেওয়া হয়। তবে শিক্ষা মন্ত্রণালয়ের এক নোটিশে বলা হয়েছে, স্কুল বন্ধ থাকবে। এনিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি।

শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল হওয়ায় বহু মেয়ে শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়েছে। আবার শিক্ষক ও শিক্ষার্থী ক্ষোভ প্রকাশের পাশাপাশি হতাশাও প্রকাশ করেছে।

গত সপ্তাহে আফগান শিক্ষা মন্ত্রণালয়ের এক নোটিশে বলা হয় মেয়ে শিক্ষার্থীসহ সবার জন্য বুধবার থেকে সারা দেশের স্কুল খুলে দেওয়া হবে। তবে স্কুল খোলার দিনেই সিদ্ধান্ত বদলেছে তালেবান কর্তৃপক্ষ।

বুধবার তালেবানের শিক্ষা মন্ত্রণালয়ের নোটিশে বলা হয়, ‘আমরা মাধ্যমিক স্কুলের সব মেয়ে এবং যেসব স্কুলে ষষ্ঠ শ্রেণীর ওপরে মেয়ে শিক্ষার্থী রয়েছে তাদের জানাচ্ছি যে, পরবর্তী আদেশের আগ পর্যন্ত সেগুলো বন্ধ থাকবে।’

ওই নোটিশে আরও বলা হয়, ‘শরিয়া আইন এবং আফগানিস্তানের ঐতিহ্যের’ সঙ্গে সঙ্গতি রেখে মেয়ে শিক্ষার্থীদের ইউনিফর্মের বিষয়ে সিদ্ধান্ত হওয়ার পর স্কুল খুলে দেওয়া হবে।

গত বছরের আগস্টে তালেবান যখন ক্ষমতা দখল করে তখন অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন নারী শিক্ষা বন্ধ করে দেওয়া হবে। ২৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত নিজেদের প্রথম মেয়াদে ক্ষমতায় থাকার সময়ে তারা নারীদের আনুষ্ঠানিক শিক্ষা নিষিদ্ধ করে দেয়।

তালেবানের কাছে আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্যতম দাবি ছিল বিদেশি সহায়তা পাওয়ার আগে তালেবানকে নারী ও মেয়েদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে।

হঠাৎ করে তালেবান সিদ্ধান্ত বদল করায় নারী শিক্ষার্থী ও অভিভাবকেরা ব্যাপক ক্ষুব্ধ হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাবা জানান, সকালে তালেবান কর্মকর্তারা স্কুলে ঢুকতে না দেওয়ায় তার মেয়ে হতবাক হয়ে কান্নায় ভেঙে পড়ে। তিনি বলেন, ‘আমার মেয়ের কিছু হয়ে গেলে, আমি তালেবানকে ক্ষমা করবো না।’

সূত্র: বিবিসি

 

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
২৩ মার্চ ২০২২, ১৪:৫৮
মেয়েদের মাধ্যমিক স্কুল খোলা নিয়ে পিছু হটলো তালেবান
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
জাপানের আকাশসীমা ‘লঙ্ঘন’ করলো চীনা হেলিকপ্টার, টোকিওর প্রতিবাদ 
উ. কোরীয় সাঁজোয়া যানের বিকাশের উচ্চকিত প্রশংসা করলেন কিম
আইএসের বিরুদ্ধে লড়াইয়ে তালেবানকে সহায়তা করবে রাশিয়া
সর্বশেষ খবর
ভোলায় আবারও বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি
ভোলায় আবারও বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি
ইউএপি-তে অনুষ্ঠিত হলো জাতীয় সাইবার নিরাপত্তা প্রতিযোগিতা ‘সাইবার সিজ ২০২৫’
ইউএপি-তে অনুষ্ঠিত হলো জাতীয় সাইবার নিরাপত্তা প্রতিযোগিতা ‘সাইবার সিজ ২০২৫’
যুক্তরাজ্যে খালেদা জিয়াকে বিদায়ে নেতাকর্মীদের বিশৃঙ্খলা এড়াতে নির্দেশনা
যুক্তরাজ্যে খালেদা জিয়াকে বিদায়ে নেতাকর্মীদের বিশৃঙ্খলা এড়াতে নির্দেশনা
‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ বাতিল এবং ‘ব্লাসফেমি আইন’ প্রণয়নের দাবি অগ্রহণযোগ্য: এইচআরএফবি
‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ বাতিল এবং ‘ব্লাসফেমি আইন’ প্রণয়নের দাবি অগ্রহণযোগ্য: এইচআরএফবি
সর্বাধিক পঠিত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
খোসাসহ কাঁচা আমের আচার বানিয়ে ফেলতে পারেন এভাবে
খোসাসহ কাঁচা আমের আচার বানিয়ে ফেলতে পারেন এভাবে
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন