X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

পুরো দুনিয়ায় এখন আমরা বোকা, দুর্বল, তুচ্ছ: ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৭ আগস্ট ২০২১, ১৮:১৯আপডেট : ২৭ আগস্ট ২০২১, ২১:৪৩

কাবুল বিমানবন্দরের বিপর্যয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দুর্বলতাকে দায়ী করেছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। সাবেক এই প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, কাবুলের অরাজকতা ঠেকাতে বাইডেন কিছুই করতে পারেনি।

আফগানের বর্তমান চিত্রের জন্য বরাবরের মতো বৃহস্পতিবারও জো বাইডেনকে দোষারপ করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম ফক্স নিউজকে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তারা (তালেবান) ক্ষমতা দখল করে নেয়, তারপর আমরা পালিয়ে যাই। ফলে আমাদের মহান আমেরিকা এবং যোদ্ধাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাদের একজন শীর্ষস্থানীয় নেতৃত্ব প্রয়োজন, যা নেই’।

বাইডেন প্রতিশ্রুতি দিয়েছেন, আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে ন্যাটো এবং মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়ার কাজ সম্পন্ন করবেন। এর মধ্যে কাবুল বিমানবন্দরের বাইরে শক্তিশালী জোড়া বোমা হামলায় শতাধিক লোক প্রাণ হারিয়েছেন। রয়েছেন ১৩ মার্কিন সেনাও। সেখানকার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

ফক্স নিউজে ৩৩ মিনিটের সাক্ষাৎকারে আফগানের বর্তমান অবস্থা নিয়ে হতাশা ব্যক্ত করেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি সাম্প্রতিক সময়ের ঘটনাকে বিব্রতকর অ্যাখা দিয়েছেন। ‘কাবুলের পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। কিন্তু আমার প্রশাসনের সময় তালেবান সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল’।

তিনি আরও বলেন, 'সেনা প্রত্যাহারে তাড়াহুড়োর বিষয়টি আমেরিকার ইতিহাসে সবচেয়ে বোকামি সিদ্ধান্ত ছিল। আমাদের এমন কর্মকাণ্ড পুরো বিশ্ব দেখছে। আমরা দুর্বল। আমরা এমন লোকদের দ্বারা পরিচালিত হচ্ছি যে, তারা কি করছে নিজেরাই জানে না'।

এর আগে গত ১৪ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ট্রাম্পের চুক্তির সমালোচনা করে বলেন, ২০০১ সালের চেয়ে তালেবানকে সামারিকভাবে শক্তিশালী করে রেখে গেছেন ডোনাল্ড ট্রাম্পই।

/এলকে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
আদালতের আদেশ লঙ্ঘনের দায়ে ট্রাম্পকে ৯ হাজার ডলার জরিমানা
প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!