X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

দেশে-বিদেশে চ্যালেঞ্জের মুখে থাকা তালেবান কি দেশ চালাতে পারবে?

লুৎফর কবির
০৯ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৪আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ০০:৫৬

যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন করা কী মুখের কথা? প্রয়োজন দক্ষ নেতৃত্ব, জনবল, অর্থ, বিদেশি সমর্থন ইত্যাদি ইত্যাদি। কিন্তু আফগানিস্তানের বেলায় পরিস্থিতি কিছুটা ভিন্ন। যেমন, দলে চরম অন্তর্কোন্দল নিয়েই দীর্ঘদিনের জন্য অন্তর্বর্তী সরকার গঠন করেছে তালেবান গোষ্ঠী। আন্তর্জাতিক সহযোগিতা পাওয়ার জন্য যে স্বীকৃতি পাওয়া প্রয়োজন তা এখনও পায়নি তারা। প্রশ্ন হচ্ছে, দেশে ও বিদেশে চ্যালেঞ্জের মুখে থাকা তালেবান কী পারবে এখনকার আফগানিস্তান শাসন ও পরিচালনা করতে?

অন্তর্বর্তী সরকার গঠন হলেও সামনে কী ঘটতে যাচ্ছে বিষয়টি অস্পষ্ট। বিশেষজ্ঞরা বলছেন, ইসলামপন্থী শাসকদের দেশ পরিচালনা করা বেশ কঠিন হবে। এমনটি ভাবার পেছনে বেশ কিছু যুক্তিসঙ্গত কারণও রয়েছে।

 

অভ্যন্তরীণ কোন্দল

সরকারে গুরুত্বপূর্ণ পদ বরাদ্দ নিয়ে তালেবানের অভ্যন্তরীণ টানাপোড়েন-এর খবর এরই মধ্যে পাওয়া গেছে। সরকার গঠন করতে সেই ফাটলে কিছুটা প্রলেপ দিয়ে আপাতত বিভিন্ন গোষ্ঠীর নেতাদের একত্রিত করা গেছে। কিন্তু এমন ভঙ্গুর ঐক্য ভবিষ্যতে কতটুকু টিকবে, জোরালো প্রশ্ন থেকেই যাচ্ছে।

মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ-কে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ও চরম বিতর্কিত সিরাজুদ্দিন হাক্কানিকে ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী করার মধ্য দিয়ে তালেবান জানান দিলো, ক্ষমতা ভাগাভাগি নিয়ে শক্তিশালী হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে আপাতত বিরোধে যেতে চাইছে না গোষ্ঠীটি। 

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন-এর এক কলামে সিনিয়র রাজনৈতিক বিশেষজ্ঞ জাহিদ হুসাইন লিখেছেন, ‘আফগান তালেবানের জন্য অধিকতর গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলো তাদের ঐক্য বজায় রাখা’। 

সরকারে নেই সব গোষ্ঠী

সরকার গঠনের আগে তালেবান কর্মকর্তারা প্রতিশ্রুতি দেন যে, নতুন সরকারে নানা রাজনৈতিক ও জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু এখানে তালেবানের সেই পুরো চেহারের প্রতিফলন দেখা যাচ্ছে। এ নিয়ে আফগান সাংবাদিক সামি ইউসুফজাই জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে-কে বলেন, ‘তালেবান এখন অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের প্রয়োজনীয়তা দেখছে না। নতুন সরকারে প্রভাবশালী তালেবান নেতারা নেতৃত্বে আছেন। কারণ যেকোনও সম্ভাব্য বৃহৎ আন্দোলন দমন করতে পারবেন তারা’। 

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-ও একে অংশগ্রহণমূলক সরকার মানতে নারাজ। ইইউ’র কর্মকর্তারা বলছেন, তালেবান সরকারের সঙ্গে যোগাযোগের জন্য অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন জরুরি। 

সরকারে রাখা হয়নি নারীদের। প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন আফগান নারীরা। অনেকে বলছেন, নারীরা তাদের অধিকার বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। 

আন্তর্জাতিক সহায়তায় নির্ভরশীলতা

এমনিতেই আফগানিস্তান বিশ্বের দরিদ্র দেশগুলোর একটি। স্বাভাবিক সময়েই দেশটি পরিচালনায় বিদেশি সহযোগিতায় নির্ভরশীল। এখন যুদ্ধবিধ্বস্ত, রাজনৈতিক অস্থিতিশীলতা পূর্ণ দেশটিকে পরিচালনায় নতুন সরকারের আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন। কিন্তু যে সরকার গঠন করা হয়েছে তাতে পশ্চিমাদেশগুলোকে অনেকটা ক্ষেপিয়ে তুলেছে তালেবান। বিশেষ করে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আখুন্দ জাতিসংঘের কালো তালিকাভুক্ত। আর হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতার ছেলে ও যুক্তরাষ্ট্র কর্তৃক ঘোষিত সন্ত্রাসী অন্তর্বর্তী সরকারের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ বিষয়ে আফগান সাংবাদিক ইউসুফজাই মনে করেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের এখন এই সরকারের সঙ্গে সম্পৃক্ত হওয়া ছাড়া উপায় নেই। কে তালেবান সরকারের প্রধান হলো এ নিয়ে পশ্চিমা দেশগুলোর খুব একটা মাথাব্যাথা নেই। অবশ্য তালেবান সরকারের নীতির ওপর কড়া নজর রাখবে তারা’।

/এএ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৮
আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২১
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!